ঝিনাইদহের চোখঃ
চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে যাত্রীবাহী বাস ও থ্রিহুইলার সিএনজির মুখোমুখি সংঘর্ষে থ্রিহুইলারের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলো জীবননগর উপজেলার উথলী গ্রামের আফতাব আলীর ছেলে রবিউল ইসলাম (৩২) তার স্ত্রী শ্যামলী খাতুন (২৮), ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা গ্রামের ফকির চাঁদের ছেলে উজ্জল (৩৪), ও সদর উপজেলার ছোট আড়িয়া গ্রামের রমজেত আলীর ছেলে জাহাঙ্গীর আলী (৩০)।
বাসের যাত্রী নিলুফার ইয়াসমিন বলেন, মোবাইলে ফোনে কথা বলতে গেলে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন প্রাণ হারান। আহত হন আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর থেকে যাত্রী নিয়ে কেজিএন পরিবহনের মিনিবাসটি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে উপজেলার মোল্লাবাড়ি নামক স্থালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা থ্রিহুইলার সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। সেই সঙ্গে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা স্বামী-স্ত্রীসহ চার যাত্রী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, বাসের সঙ্গে থ্রিহুইলার সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন দুইজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।