কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল ষ্টেশনের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ
হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এসএসএই/ওয়ে/মোবারকগঞ্জ রেল ষ্টেশন সেকশনের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকাল ১০ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে তারা ঘন্টা ব্যাপি তারা এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেন চালানো বন্ধ, ফেসবুক চালাতে চালাতে ও মোবাইলে কথা বলতে বলতে ট্রেন চালানো বন্দের দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মেট সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, অবসরপ্রাপ্ত মেট গোলাম নবী, মেহেদী হাসান, আঃ খালেক ওয়েম্যান প্রমূখ।
বক্তারা বলেন এসএসএই/ওয়ে/চুয়াডাঙ্গা সেকশনের ৫জন কর্মচারীকে অন্যায় ভাবে বরখাস্ত প্রত্যাহার করতে হবে, বøক পোস্ট বাতিল, ঝুঁকি ভাতা প্রদান, সরকার ঘোষিত সকল ছুটি প্রদান, অতিরিক্ত সময় কাজ করালে ওভার টাইম প্রদান, অন্যায় ভাবে অনুপস্থিত/সাসপেন্ড বন্দ করা, পোষাকে বিপরীতে পোষাক ভাতা প্রদান, পদোন্নতির সাথে উচ্চতর স্কেল প্রদান, পুনরায় পে-কমিশন গঠন ও বেতন বৈষম্য দুর করতে হবে।
বক্তারা আরো বলেন তাদের দাবি না মানলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে।