ঝিনাইদহে মুচলেকা দিয়ে ছাড়া পেলো ৩ চোর
জাহিদুল হক বাবু, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহহের হরিনাকুন্ডতে মাছ চুরি করতে গিয়ে চোরেদের ব্যবহৃত ইজিবাইকও মাছসহ ৩ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার দিবাগত রাতে হরিনাকুন্ড উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের পদ্ম বিলে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদে হরিনাকুন্ড থানা পুলিশের উপস্থিতে শালিষি বৈঠকের মাধ্যমে মুচলেকা দিয়ে ৭৫ হাজার টাকায় রফাদফা শেষে চোরেরা ছাড়া পায়।
স্থানীয়রা জানান, পায়রা ডাঙ্গা গ্রামের মাহবুবুর রহমান নিলু,রোকন, টুকু রশীদ সহ প্রায় ২০ জন মাছ চাষি পদ্মবিল মাঠের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। তবে সেখানে মাঝে মধ্যে মাছ চুরির ঘটনা ঘটে যার কারনে মাছ চাষিরা রাতে চোর ধরার জন্য পাহারা বসান।
ঘটনার রাতে রোকন,টুকু,ও নিলুর পুকুর থেকে চোরেরা জাল দিয়ে মাছ ধরার সময় তাদের ব্যবহৃত ইজিবাইক ও ৩ মন মাছসহ পাহারাদার চাষিরা তাদের হাতে নাতে আটক করেন ।
আটককৃতরা হলো- কাপাশহাটিয়া ইউনিয়নের কাপাশহাটিয়া গ্রামের মোঃ মুকুল আলীর পুত্র সুরুজ আলী (২৬), আব্দুর রহিমের পুত্র দুলাল হোসেন (৪৪) ও দিরাজ আলীর পুত্র আফাঙ্গীর (৪১)। পরে আটককৃত ইজিবাইক সহ ৩ চোরকে কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসে জনতা।
পরিষদে শালিষের বৈঠকের পর তাদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কাপাশাসহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু বলেন,আমরা পরিষদের ম্যানুয়ালে ৭৫ হাজারের বেশি জরিমানা করতে পারিনা। সেটাই করেছি।পরে আর চুরি করবে না মর্মে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।