কোটচাঁদপুরে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালন
আব্দুল্লাহ বাশার, কোটচাদপুর, ঝিনাইদহের চোখ-
৫ আগস্ট বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের (৭৩) তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মডেল থানা, বীর মুক্তি যোদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
পরে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন, তদন্ত ওসি জগন্নাথ চন্দ্র, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, কৃষি অফিসার মহাসিন আলী, সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, পৌর সভার প্যানেল মেয়র জাহিদ হোসেন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, প্রেসক্লাব কোটচাঁদপুর এর সভাপতি নজরুল ইসলাম, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার সহ উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আলোচনা সভা শেষে শেখ কামালের রুহের মাগফেরাত ও দেশ বাসির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামেমসজিদে ইমাম মাওলানা আবুল বাসার।