কোটচাঁদপুরে আলমসাধু চোর হাতে-নাতে ধরা
আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে শুক্রবার ভোররাতে পৌর এলাকার কাশিপুর গ্রাম থেকে গরু টানা আলমসাধু চুরি করে পালানোর সময় কালীগঞ্জ রেলগেট এলাকায় জনতার হাতে ধরা পড়েছে ।
সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ সুমন (২১) সে কোটচাঁদপুর পৌর এলাকার সিনেমা হল পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে ।
আলমসাধুর মালিক মোঃ বিশু জানান, ভোররাতে গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে দেখি আমার গাড়িটি নেই। সে সময় কালীগঞ্জ রেলগেট এলাকার আমার দুলাভাই কে মোবাইল ফোনে জানাই আমার গাড়িটা চুরি করে চোরেরা আপনাদের ঐদিকে নিয়ে যাচ্ছে। সে সময় লোকজন নিয়ে রাস্তা অবরোধ করে গাড়ি সহ একজনকে ধরে ফেলে সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে আমরা গিয়ে গাড়িসহ চোর কে এলাকায় নিয়ে আশি।
শনিবার সকালে মডেল থানার এস আই প্রকাশ জানান, গাড়ি চুরি করে পালানোর সময় পাবলিকের ধাওয়া খেয়ে চোর সুমন পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার স্বীকার উক্তিতে চোর চক্রের হোতা পৌর এলাকার বড়বামনদাহ গ্রামের আব্দুল মতলেবের ছেলে, মহম্মদ আলী (২১) কে আটক করে থানায় নিয়ে আসি। চোর চক্রের অন্যান্য সদস্যদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এদের কে চুরি মামলায় কোর্টে প্রেরণ করা হবে।