টপ লিডমহেশপুর

মহেশপুরে জনগুরুত্বপূর্ণ ব্রিজে ঝুলছে লাল শালু ।। যেকোন সময় বড় দুর্ঘটনার সম্ভাবনা

মনজুর আলম, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহর থেকে বেলেমাঠ বাজার সড়কে ইটের ভাটা নিকট ব্রিজিট ভেঙে যাওয়ায় নানান যানবাহন এবং পথচারীদের চলাচলে চরমভাবে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে রাত দিন চলাচল করছে পথচারী ও যানবাহন। দ্রূত- ব্যাবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সচেতন লোকজন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মহেশপুর উপজেলার সাথে চৌগাছা, পোড়াপাড়াসহ যশোরের সঙ্গে যোগাযোগ কারার একমাত্র সড়ক। প্রতিদিন কয়েক হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে থাকে। এছাড়াও ব্যবসার জন্য মালামাল আনার জন্য বড় ধরনের ট্রাকলরি এবং যশোর চৌগাছায় জনগণ আসা যাবার জন্য বাসসহ নানান ধরনের যানবাহন এই সড়কে চলাচল করে থাকে।

স্থানীয় বাজারের কয়েকজন ব্যাবসায়ির সাথে কথা বলে জানা যায়, বড়ধরনের পন্য পরিবহনের জন্য মহেশপুরসহ জীবননগর, দর্শনা দামুড়হুদা উপজেলার ব্যাবসাযিগন সহজে যোগাযোগের জন্য এই সড়ক ব্যবহার করে থাকে। তারা জানান, সপ্তাহ দুয়েক আগে পাথর বোঝাই ট্রাক এই ব্রিজের উপর দিয়ে গেলে সামান্য পরিমাণ ক্ষতি দেখা যায়। কিন্তু গত কয়েক দিন যান চলাচলে ব্রিজটির এই অবস্থা সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা যায়, ব্রিজটি ক্ষতি গ্রস্থের পর লোকজন ব্রিজটি ঝুকিপূর্সেণ জানান দিতে সেখানে লাল শালু টাঙানোর ব্যবস্থা করেছে।

তবে বড় ধরনের দূর্ঘটনা এড়ানোর দ্রূত ব্রিজটি নির্মানের দাবি করেছেন এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button