কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে আসতে বাধা দেওয়ার অভিযোগ ।। আহত-৭
কালীগঞ্জে বিএনপির বিক্ষোভে আসতে বাধা দেওয়ার অভিযোগ ।। আহত-৭
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসতে বিভিন্ন স্থানে বাঁধা দেওয়াসহ বিএনপির নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে।
জ¦ালানি তেল, পরিবহণের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় নিহতের ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের নিমতলা স্ট্যান্ডে সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এর আগে সমাবেশে আসতে নেতাকর্মীদের বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে। দুপুরের পর থেকেই উপজেলার দুলালমুন্দিয়া, রায়গ্রাম, লাউতলা, নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সমাবেশে আসতে বাঁধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তাদের হামলায় অন্তত ৭ জন আহত হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।