
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের যুগিপাড়া গ্রামে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ওই উপজেলার মির্জাপুর ইউনিয়নের যুগীপাড়া, চরপাড়া, শেরপুর ও মথুরাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ ও পরাজিত প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মাঝে সংঘর্ষে ৬ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আটক করা হয় ৩৩ জনকে। পরে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে ওই মামলায় শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মির্জাপুর ইউনিয়নের যুগিপাড়া গ্রামে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।