কোটচাঁদপুরে হিরোইন সহ স্বামী – স্ত্রী আটক
মোঃ মঈন উদ্দিন খান, কোটচাাঁদপুর, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কোটচাঁদপুর পুলিশ দেড়শ গ্রাম হিরোইন সহ স্বামী – স্ত্রীকে আটক করেছেন । শনিবার ভোর রাতে তাদেরকে উপজেলার ফুলবাড়ি গ্রাম থেকে আটক করেন।
সংশ্লিষ্ট সুত্র জানা যায়,কোটচাঁদপুর থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারেন উপজেলার ফুলবাড়ি গ্রামের শফিকুর রহমানের বাড়িতে হিরোইন বিক্রি হচ্ছে।
এ সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জগন্নাথ চন্দ্র, ও উপপরিদর্শক জাহিদ হোসেন,নাজিবুল হক ও সঙ্গীয় পুলিশ সদস্যসহ অভিযান চালান।
এ সময় আটক করেন বাড়ি মালিকের স্ত্রী সালেহা বেগম(৪৫)কে। উদ্ধার করেন দেড়শ গ্রাম হিরোইন। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এরপর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী কোটচাঁদপুরের গাবতলা থেকে আটক করা হয় স্বামী শফিকুর রহমান লাবলু(৫৫)কে। লাবলু ফুলবাড়ি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) নাজিবুল হক বলেন, হিরোইনসহ দুই জনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে দেড়শ গ্রাম হিরোইন পাওয়া গেছে। যার মূল্য ১০ লাখ টাকা। থানায় এ সংক্রান্ত মামলা হয়েছে। যার নাম্বার ১০,তারিখ -২৯-১০-২২।