শৈলকুপায় শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনে নাশকতা রোধে র্যাবের টহল

ঝিনাইদহের চোখঃ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা রোধে খুলনা বিভাগ জুড়ে শুরু হয়েছে র্যাবের টহল। এরই ধারবাহিকতায় সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এর নেতৃত্বে র্যাবের টহল টিম শুক্রবার বিকেলে শৈলকুপা শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা যায়। র্যাবের এই কার্যক্রম আগামী ০২ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে র্যাব জানায়।
এদিকে র্যাবের টহল শুরু হওয়ায় জনসাধারনের মধ্যে শান্তি বিরাজ করছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে নিরাপদে ভোট কেন্দ্রে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে মন্তব্য করেন সুধিমহল। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমকে সাধারণ ভোটাররা ধন্যবাদ জানিয়েছেন।