মহেশপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
ঝিনাইদহ চোখ-
‘দুর্ঘটনা-দুযোর্গ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি‘ শ্লো-গানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফায়ার সার্ভিস ও ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী। মহেশপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ইব্রাহিম হোসেন ও আবুল হোসেন।
স্টেশন অফিসার বাকী বিল্লাহ জানান, গত এক বছরে এ উপজেলায় সড়ক দূর্ঘটনায় কবলিত ৪৮ জনকে উদ্ধার করা হয়। এরমধ্যে ৩ জন নিহত হয় এবং বাকিদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরের অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে নিয়োজিত থেকে ৩৯ জনকে,পানিতে ডুবে যাওয়া নিহত ২জনকে, বর্জপাতে আহত ১জনকে ও বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ১জনকে উদ্ধার করা হয়।