ধর্ম ও জীবনশৈলকুপা
শৈলকুপায় একসাথে ১০২ খানা কালীপুজা অনুষ্টিত
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দিরে এক সাথে এক’শ দুই খানা কালীপুজা অনুষ্ঠিত হচ্ছে। ২৪ জন পুরোহিত পুজা পরিচালনা করছেন। প্রধান কালী প্রতিমার পাশে ১০১ খানা ছোট কালী প্রতিমা সাজিয়ে পুজা হচ্ছে।
আজ শনিবার রাত ৮ টা থেকে পুজা শুরু হয়েছে।, শেষ হবে গভীর রাতে।
স্থানীয়রা জানায়, বহু বছর আগে মঠ বাড়িতে মন্দির ছিল। এক সময় মন্দিরটি ধ্বংস হয়ে যায়। এলাকাটি জনমানব শুন্য হয়ে যায়। বনজঙ্গলে ঢাকা পড়ে। স্বাধীনতার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ জঙ্গল পরিষ্কার করে ফের পুজা অর্চণা শুরু করে। নতুন মন্দির নির্মান করা হয়। প্রতি বছর মাঘ মাসের অমাবশ্যা তিথিতে কালীপুজা অনুষ্ঠিত। প্রতি বছর পুজার কলেবর বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা পুজা উপলক্ষে এখানে আসে। পুজা শেষে আগত ভক্তদের প্রসাদ দেওয়া হয়। পুজা উপলক্ষে গ্রামীন মেলা বসেছে।