জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঝিনাইদহের তাফসীরুজ্জামান
ঝিনাইদহের চোখঃ
কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের রশিদুজ্জামানের ছেলে তাফসীরুজ্জামান। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। একসময় ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। পরে এলাকার মানুষের অনুরোধে গ্রামে এসে সাবদারপুর ইউনিয়ন পরিষদের গোবিন্দপুর ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়ে জনসেবায় আত্মনিয়োগ করেন।
কিন্তু কয়েক বছর আগে তার শরীরে নানা উপসর্গ দেখা দিলে বিভিন্ন ডাক্তারের চিকিৎসা এবং পর্যায়ক্রমে পরীক্ষা-নিরীক্ষা করে একসময় তার কিডনি রোগ ধরা পড়ে। এ রোগের ভালো চিকিৎসার আশায় লোকজনের পরামর্শে শেষ পর্যন্ত ভারতে গিয়েছিলেন।
কিন্তু ভারতের বেঙ্গালোরের মনিপোল হসপিটালের ডাক্তাররা, বিশেষ করে তিনি যে ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন সেই ডা: সনকরন সুন্দর বলেছেন, বর্তমানে তার কিডনির যে অবস্থা তাতে ডায়ালাইসিস করে কিংবা ওষুধে রোগ সারানো যাবে না।
প্রয়োজন কিডনি প্রতিস্থাপন। এ জন্য খরচ পড়বে ২০ লাখ টাকার মতো। কিন্তু কয়েক বছর ধরে বিভিন্ন ডাক্তার ও ওষুধের খরচ জোগাতে গিয়ে তাফসীরুজ্জামানের যে সহায়-সম্বল ছিল তার সবটাই শেষ করে ফেলেছেন।
এখন কিডনি প্রতিস্থাপনের জন্য যে টাকা প্রয়োজন সে টাকা জোগাড় করার পথ তার নেই। তাই বাঁচার আকুতি জানিয়ে সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : মো: তাফরীরুজ্জামান, সাং গোবিন্দপুর, উপজেলা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ। মোবাবাইল ০১৭৩১০১৪১০২।