যেখানে সন্ধ্যা হলেই জোনাক জ্বলে
আদিবাসী অধ্যুষিত একটি গ্রাম। নাম পুরুষওয়াদি। এখানে গেলেই দেখা মিলবে হাজার হাজার জোনাকি। সন্ধ্যা হলেই দলবেঁধে উড়ে আসে এগুলো। মিটি মিটি আলোয় রঙিন করে তোলে চারপাশ। প্রকৃতির কোলে দু’টি দিন কাটানোর সুযোগ-সুবিধা রয়েছে এখানে।
চিন্তার কোনো কারণ নেই, এখনো হাতে আছে অনেক সময়। পরিকল্পনা করে ফেলুন আগামী বছরের জুন মাসের জন্য। ভারতের বাণিজ্য নগরী মুম্বাই থেকে মাত্র ৪ ঘণ্টা দূরত্বেই পাবেন এই স্বপ্নপুরী।
মুম্বাই বা পুণে থেকে নাসিক যাওয়ার পথেই পাবেন আদিবাসী এ গ্রাম। মহারাষ্ট্রের আকোল জেলার দু’টি নদী, কুরকুন্ডি ও মুলার মাঝে রয়েছে সবুজে ঢাকা এই জোনাকি গ্রাম।
আনন্দের খবর হচ্ছে- একটি স্বেচ্ছাসেবী সংস্থা এখানে ইকো-ট্যুরিজিম গড়ে তোলার চেষ্টা করছে। বসবাস, স্থানীয় খাবার, প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ-সুবিধা দেবে সংস্থাটি।
শুধু তা-ই নয়, পুরুষওয়াদি গ্রামের জনপ্রিয়তা কিন্তু অন্য কারণে। সেখানে বর্ষার শুরু অর্থাৎ জুন মাস থেকে সন্ধ্যা হলেই জ্বলে ওঠে হাজার হাজার জোনাকি। এ সময়ে প্রায় ২ হাজার প্রজাতির জোনাকি পাওয়া যায় সেখানে।