মাঠে-ময়দানে

এবার ঝিনাইদহে স্কোয়াশের প্রতিভা অন্বেষণ

ঝিনাইদহের চোখঃ

চট্টগ্রামের ফৌজদারহাটের পর এবার ঝিনাইদহ ক্যাডেট কলেজে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ করছে বাংলাদেশ স্কোয়াশ ও র‌্যাকেটস ফেডারেশন। স্কোয়াশ খেলা আরও ঋদ্ধ করতে তরুণ প্রজন্মের দিকে নজর দিচ্ছে তারা।

স্কোয়াশের নিজস্ব কোর্ট নেই। সেনাবাহিনী ও ক্যাডেট কলেজগুলোর স্কোয়াশ কোর্ট ব্যবহার করে তৃণমূলের কার্যক্রম চালানো হচ্ছে। এভাবে খেলেই তারকা হয়েছেন স্বপন পারভেজ, সুমন, রাজু রাম ও শহীদরা। ২০১০ ঢাকা এসএ গেমসে স্কোয়াশ ডিসিপ্লিন অনুষ্ঠিত হয়েছিল ঢাকা ক্লাবে। ব্রোঞ্জ পদক জিতেছিল বংলাদেশ।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের পর এবার তারা প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজে। ২৪ জন ছাত্রের অংশগ্রহণে মঙ্গলবার শুরু হয়েছে স্কোয়াশ কোচিং কার্যক্রম। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর চারজন করে ছাত্র অংশ নিচ্ছেন কোচিংয়ে।

চূড়ান্তভাবে চারজনকে বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে। ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদের কথায়, ‘ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ সাদিকুল বারীর সহযোগিতায় কলেজের কোর্টে আমরা কোচিং শুরু করেছি। লেভেল-১ কোচ সেন্টু চৌহান ২৪ জনকে কোচিং করাচ্ছেন। এখান থেকে ৮-১০ জনকে বাছাই করা হবে। কোচিংয়ের ভিডিও প্রজেক্টরের মাধ্যমে কলেজের বাকি ৩০০ শিক্ষার্থীকে দেখানো হবে। যাতে ভবিষ্যতে তাদের মধ্যেও স্কোয়াশের প্রতি আগ্রহ জন্মে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button