ঝিনাইদহ সদর
ঝিনাইদহে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতেযোগীতার পুরস্কার বিতরনী

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ পুরুস্কার বিতরন করা হয়।
কিরাত, আযান, হামদ-নাত, উপস্তিত বক্তৃতা, কবিতা, চরনা এবং ইসলামিক গান মোট সাতটি বিষয়ে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ছয়টি উপজেলার মোট ৬০ জন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েতুল ইসলাম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. আমির হোসেন মালিতা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচারক মোঃ সাখাওয়াত হোসেনে এবং ৬উপজেলা থেকে আগত ১৫৫জনকে দুরত্ব অনুযায়ী যাতায়াত ভাতা প্রদান করা হয়।