ঝিনাইদহের ছেলের সুইসাইড নোট লিখে আত্মহত্যা

ঝিনাইদহের চোখঃ
পরীক্ষা ভালো না হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থী সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন। নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম ইয়াছিন আলী (১৪)। সোমবার রাতে যশোরের চৌগাছা উপজেলার হোগোলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আলী উপজেলার হোগলডাঙ্গা গ্রামের তার নানা সিরাজুল ইসলামের বাড়িতে থেকে লেখাপড়া করত। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বলিভাদ্রপুর গ্রামের নূরুজ্জামানের ছেলে।
উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, নিহত ইয়াছিন আলী উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় তার রোল নং ছিল ৫২৯০৮৯।
নিহত ইয়াছিনের মামা জাহিদ হাসান বলেন, সোমবার হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে ইয়াছিন। পরে গভীর রাতে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে পড়ার টেবিলে সুইসাইড নোট লিখে রাখে। সুইসাইড নোটে সে লেখে,‘আমি চলে যাচ্ছি কারণ আমার পরীক্ষা ভাল হয়নি, বাই’। পাশাপাশি তার কাছে কে কত টাকা পাবে তার একটি তালিকা সে সুইসাইড নোটের পাশে রেখে গেছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।