শৈলকুপা

শৈলকুপায় উঠান বৈঠক অনুষ্ঠিত

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের শৈলকুপায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন তথ্য আপা প্রকল্পের অধীনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্য আপা কর্মকর্তা ইদিনা কাদিরের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বক্তরা বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে, প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়ার রূপে ব্যবহার করে তাদের জীবনমান আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী পুরুষের সমতা আনয়নে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে তথ্য আপা প্রকল্প প্রনয়ন করেছেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সাবেক ভাইস চেয়ারম্যন শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি প্রমুখ।

উঠান বৈঠকে প্রায় ১০০ জন শিক্ষিত যুব মহিলা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button