ঝিনাইদহে প্রতিবন্ধী বিল্লালের হুইল চেয়ার দরকার

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বর্জাপুর গ্রামের জামতলা পাড়ার দরিদ্র আব্দুল আলিম ওরফে ছানার বড় ছেলে বিল্লাল হোসেন জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।জীবনের ২২ বছর চলে গেলেও সে কখনই হাটা চলা ফেরা করতে পারেনি। কোন রকম বসে শুয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তবে বেশির ভাগ সময় মাকেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রাখতে হয়।
বাড়িতে পবেশ করতেই দেখা গেল, রেবেকা বেগম তার ছেলেকে উঠানে চিত করে শুইয়ে রেখে পানির সাথে খাবার মিশিয়ে তরল করে খাওয়াচ্ছেন।
কথা বলে জানা গেল, স্বাভাবিক ভাবে বসে খাবার খেতে দিলে, খাবার বেশি পরিমানে নষ্ট হয়। তাছাড়া খেতেও সমস্যা হয়। এমনি ভাবে চলছে দীর্ঘ ২২ বছর। ছেলের বয়সের সাথে মায়ের বয়সও খানিকটা বেড়েছে, বেড়েছে সংসারের ব্যস্থতা। বছর তিনেক আগে উপজেলা থেকে একটি অস্বচ্ছলত প্রতিবন্দি ভাতা কার্ড দিয়েছেন।
এখন একটি হুইল চেয়ার দরকার। কিন্তু দরিদ্র পিতার পক্ষে কেনা কষ্টকর হয়ে পড়ছে। এমতাবস্থায় সমাজে বৃত্তশালীদের সহযোগিতা কামনা করেছেন তিনি