ঝিনাইদহে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া এলাকা থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে একটি দল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আলাল মন্ডল (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার খামার মুন্দিয়া গ্রামের আব্দুল আজিজ মন্ডলের ছেলে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ক্রমিক নং- ১০ (ক) ধারার মামলা করা হয়েছে।