
ঝিনাইদহের চোখ-
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৯ জন পুরুষ ও ৩ জন নারীসহ ১২ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
বুধবার ১১টা ২৮ মিনিটে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে মহেশপুর ৫৮ বিজিবি জানান, ২ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ২১০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সোলেমানপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে ৯ জন পুরুষ ৩ জন নারীসহ ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতরা হল মোঃ জলিল হাওলাদার (৫০), পিতাঃ মৃত- মোঃ আলকাস উদ্দিন হাওলাদার, (দুই) মোসাঃ মমতাজ বেগম (৪৫), স্বামীঃ মোঃ জলিল হাওলাদার, (তিন) মোঃ মাসুদ হাওলাদার (২৫), পিতাঃ মোঃ জলিল হাওলাদার সকলের গ্রামঃ পশ্চিম খুন্তাকাটা, পোঃ জানেরপাড়, থানাঃ শরনখোলা, জেলাঃ বাগেরহাট, (চার) মোঃ সেলিম শেখ (৭৭), পিতাঃ মৃত মোহাম্মদ শেখ, গ্রামঃ বড়গ্রাম, পোঃ আশাবাবাদ স্কুল, থানাঃ কামরাঙ্গীরচর, জেলাঃ ঢাকা, (পাচ) মোঃ আবেদ আলী (৩৩), পিতাঃ মোঃ ছাব্বির আলী, গ্রামঃ ভেন্ডাভর, পোঃ সাভার, থানাঃ আশুলিয়া, জেলাঃ ঢাকা, (ছয়) মোঃ নিরব হোসেন (২৫), পিতাঃ মোঃ আনোয়ার হোসেন, গ্রামঃ নবীনগর, পোঃ আশাবাবাদ, থানাঃ কামরাঙ্গীরচর, জেলাঃ ঢাকা, (সাত) মোঃ শেখ আব্বাস আলী (৪২), পিতাঃ মৃতঃ শেখ আবুল কাসেম, গ্রামঃ চরহুগলা বুনিয়া, পোঃ হুগলাবুনিয়া, থানাঃ মোড়লগঞ্জ, জেলাঃ বাগেরহাট, (আট) মোঃ আলম দেওয়ান (৫৪), পিতাঃ মৃতঃ হাসু দেওয়ান, গ্রামঃ নবীনগর, পোঃ আশাবাবাদ, থানাঃ কামরাঙ্গীরচর, জেলাঃ ঢাকা, (নয়) মোঃ নজরুল ইসলাম (৩৬), পিতাঃ মোঃ আব্দুর রশিদ, গ্রাম+পোঃ- রামচন্দ্রপুর, থানাঃ হাজীগঞ্জ, জেলাঃ চাঁদপুর, (দশ) মোসাঃ শামছুন নেহার (৫০), পিতাঃ নূর আলী শাহ, (এগারো) মোঃ সাইফুল ইসলাম (১৮), পিতাঃ মৃতঃ সূরুজ মিয়া, গ্রামঃ নয়াপাড়া, পোঃ সায়েম নগর, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ, (বারো) মোসাঃ লাভলী আক্তার (৩৫), স্বামীঃ মোঃ নাসির উদ্দিন, গ্রামঃ বেজোড়া, পোঃ মাদলা, থানাঃ শাহাজাহানপুর, জেলাঃ বগুড়াকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক (পুরুষ ০১ জন) মোঃ সুজন আলী (২৪), পিতাঃ মোঃ আব্দুর রশিদ, গ্রামঃ বেগমপুর, পোঃ+থানা- মহেশপুর, জেলাঃ ঝিনাইদহকে ০১টি নছিমন গাড়ীসহ আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।