শৈলকুপা
ঝিনাইদহে ১ অস্ত্রধারী ডাকাত আটক
ঝিনাইদহ র্যাব অভিযান চালিয়ে জেলার শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে একটি বিদেশী রিভালবার ও একটি মটরসাইকেলসহ শাহ আলম ওরফে জিয়াকে আটক করে। আটককৃত জিয়া গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার গুনহাড় গ্রামের শহিদ খানের ছেলে।
ঝিনাইদহ র্যাবের মেজর আব্দুল্লাহ-আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রামে একটি চেকপোষ্ট্ বসায়। এসময় সন্দেভাজন একজন র্যাবের উপস্থিতি দেখে মটরমসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তার দেহ তল্লাসী চালিয়ে একটি রিভালবার উদ্ধার করে। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় অস্ত্র-আইনে একটি মামলা হয়েছে।