শৈলকুপা
ঝিনাইদহের কৃতি সন্তান
অভিনন্দন!!! শৈলকুপার কৃতি সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) প্রিয়জন , ওয়ালিদ হাসান পিকুল পি এইচ ডি ডিগ্রী অর্জন করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাঁকে পিএইচ ডি এওয়ার্ড প্রদান করেন।
পি এইচ ডি শিরোনাম, The religious practice and the Alim of southern bengal -till 2000.
সুপার ভাইজার ছিলেন বিশিষ্ট গবেষক প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন। এর আগে তিনি ২০০৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল ডিগ্রী অর্জন করেন।
ওয়ালিদ হাসান পিকুল শৈলকুপার কাশিমপুর গ্রামে জন্ম গ্রহণ করলেও তিনি বেড়ে উঠেছেন শৈলকুপার গাড়াগঞ্জে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।