ঝিনাইদহে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবী হত্যা
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভবিতপুর গ্রামের গৃহবধু কাকলী খাতুন(২৩) শুক্রবার বিষপানে আত্মহত্যা করেছে বলে,হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে।
মৃত কাকলী রামচন্দ্রপুর গ্রামের কাবিল উদ্দিনের মেয়ে, গত ৬ মাস পূর্বে ভবিতপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র দোলন এর সাথে বিবাহ হয়।
কাকলীর পরিবারের সদস্যদের দাবি কাকলীকে মারধর করার পর হরিণাকুন্ডু থানার ভবিতপুর গ্রামের শ্বশুর আব্দুল মান্নান, কাকলীর স্বামী দোলন সহ, ভাই হামিদুল ও নুরুল বিষ পান করিয়ে তাকে হত্যা করেছে। নিহতের ছোট ভাই বলেন আমার আপার শ্বশুর শ^াশড়ী ও ননদ আপাকে দেখতে পারত না বিয়ের পর থেকে প্রায়ই তাকে শারিরীক ও মানষিক ভাবে অত্যাচার করত সর্বশেষ তাকে বিষ পান করিয়ে হত্যা করল।
এব্যাপারে হরিণাকুন্ডু স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশীদের নিকট জানতে চাইলে তিনি বলেন নিহত কাকলীকে হাসপাতালে আনার সাথে সাথে আমরা বিষ উত্তোলন করি তারপর বেডে নেওয়ার কিছুক্ষন পর সে মারা যায়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর সঠিক ভাবে জানা যাবে। রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।