শৈলকুপা
ঝিনাইদহে ট্রাক চাপায় পথচারী নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ লোহার ব্রীজ নামক স্থানে ট্রাক চাপায় মারা গেছেন ওলিয়ার রহমান ওলিম ফকির (৫৫) নামে এক পথচারী। তার বাড়ি শৈলকুপার হারুনদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের নজর আলীর ছেলে।
বৃহস্পতিবার রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি কাজী আইয়ূবুর রহমান জানান, রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন ওলিয়ার রহমান। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করতে পারেনি। লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে রয়েছে।