ঝিনাইদহে ফেন্সীডিলসহ এক যুবক আটক
আহসান হাবীব
ঝিনাইদহের মহেশপুরে ১৪৩ বোতল ফেন্সীডিল সহ এক যুবক আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে ২৭ অক্টোবর ভোরে মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম গোপন জানতে পারে উপজেলার ঘুগরী পান্তাপাড়া এলাকা থেকে ফেন্সীডিল পাচার করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে থানাধীন দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ গাজী এস আই রবিউল, টু আই সি, এ এস আই তারিকুল ইসলাম ভোরে সঙ্গীও ফোর্স সাথে নিয়ে উপজেলার ঘুগরী পান্তাপাড়া এলাকার বিভিন্ন দিক অভিযান চালিয়ে বাগান মাঠ নামক স্থান থেকে শাহাজ্জেল (২৬) নামের এক যুবককে ১৪৩ বোতল সহ আটক করে। শাহাজ্জেল ঘুগরী পান্তাপাড়া গ্রামের ইকার উদ্দীনের ছেলে।
আটককৃত শাহাজ্জেলে বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য ওসি রাশেদুল আলম যোগদানের পর থেকে একের পর এক মাদক চোরা চালান আটক করায় প্রশাসন সহ জনগনের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।