ঝিনাইদহে স্বেচ্ছাসেবীদের জেব্রা ক্রসিং আঁকা শুরু
সড়ক দূর্ঘটনা রোধে রাস্তায় গতিরোধকে জেব্রা ক্রসিং তৈরী করে চলেছে উদ্ভাবনী চেতনা নামক একটি সামাজিক সংগঠন। এটি একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নামে বিবেচিত।
সংগঠনটি নিজ উদ্যোগে শনিবার থেকে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ, তমালতলা, কাতলাগাড়ীসহ বিভিন্ন রাস্তার গতিরোধকে স্কুলের শিক্ষার্থীদের সহযোগিতায় জ্রেবা ক্রসিং আঁকা শুরু করেছে।
সংগঠনের সভাপতি আশরাফ সিদ্দিকী জানান, “সৃজনের প্রত্যয়ে, একত্রে চলি” শ্লোগানে উদ্ভাবনী চেতনা সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এযাবৎকাল বৃক্ষ রোপণ, শিক্ষা বৃত্তি প্রদান, মুক্তিযোদ্ধা বিষয়ক রচনা প্রতিযোগিতা, হত-দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণসহ বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন কর্মকান্ডে বিশেষ ভূমিকা রেখেছে।
তিনি আরো জানান, সড়কের গতিরোধকগুলো মৃত্যু ফাঁদ বলে বিবেচিত, তাই সড়ক দূর্ঘটনারোধেই জেব্রা ক্রসিং তৈরীর এ কাজ তারা হাতে নিয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান স্বপন, গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বখতিয়ার হোসেন, সংগঠনের সহ-সভাপতি আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য তরিকুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।