ক্যাম্পাস

রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা শুক্রবার

আগামীকাল রোববারের (০৪ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার (০৯ নভেম্বর) সকাল ৯টায় এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক।

জানা গেছে, রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের ‘শুকরানা মাহফিল’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশের কওমি মাদরাসার সঙ্গে সংশ্লিষ্ট কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে আসার কথা রয়েছে। এ কারণে রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানো হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল রোববার সকাল ১০টা থেকে জেএসসিতে ইংরেজি, ইংরেজি প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) এবং জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা। দেশের আটটি বোর্ডের অধীনে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এবার জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button