ঝিনাইদহে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাধবপুর
এলিস হক, ঝিনাইদহের চোখ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ফুটবল টুর্নামেন্টে হাসাদহ একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে একই উপজেলার মাধবপুর ফুটবল একাদশ। ম্যাচে জয় সূচক গোলটি করেন মাধবপুর ফুটবল দলের খেলোয়াড় নাছিম। খেলায় তিনি শ্রেষ্ঠ গোলদাতার পুরস্কার লাভ করেন।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় দোড়া ইউনিয়নের ধোপাবিলা হাই স্কুল মাঠে রেফারি মিলন মেম্বার বাঁশি বাজিয়ে খেলা শুরু করেন। ম্যাচে রেফারি মিলন মেম্বারকে সহায়তা করেন কেসমত ও আমিন উদ্দীন সুমন। খেলার প্রথম থেকে হাসাদহ একাদশের ওপর একচেটিয়া প্রভাব বিস্তার করে মাধবপুরের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত দলটি জয় নিয়েই মাঠ ছাড়ে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক ও আঞ্চলিক ভাষা গ্রুপের কেন্দ্রীয় সভাপতি আসিফ ইকবাল কাজল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । এ সময় কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের লক্ষ্মীপুর পুলিশের তদন্ত কর্মকর্তা এস আই ওহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দপ্তরের সাবেক অফিস সুপার আব্দুর রউফ, সমাজ সেবক রমজান আলী বিশ্বাস, সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাক, হারুন আর রশিদ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আবদার রহমান, সাগর আহমেদ, লিটন, স্বপন, ইয়াদুল, সম্রাট, পিকু মিয়া, শান্তি, সুজন, মিলন, শিপন, পিকুল হোসেন বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার ১৬টি দল অংশ গ্রহণ করেন। দূর দূরান্ত থেকে মানুষ খেলা দেখতে ধোপাবিলা গ্রামে ভীড় করে। এসময় মাঠে পাঁচ-ছয় হাজার দর্শক উপস্থিত ছিলেন।