ঝিনাইদহে প্রার্থীদের প্রচার সামগ্রী অপসারন শুরু
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলের নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পোষ্টার, বিলবোর্ড, ফেস্টুন, তোরণসহ বিভিন্ন প্রচার সামগ্রী অপসারনের কাজ শুরু হয়েছে।
রবিবার সকাল থেকে সম্ভাব্য প্রার্থীদের তাদের নিজ নিজ প্রচার সামগ্রী অপসারনে উৎসাহীত করতে উপজেলা প্রশাসনের কর্মচারী ও শ্রমিকরা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক থেকে এ প্রচার সামগ্রী অপসারনে কাজ শুরু করেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক রবিবার সকাল থেকে ১৪ নভেম্বর বুধবার রাতের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ খরচে এ প্রচার সামগ্রী অপসারন করতে হবে।
শৈলকুপা আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উসমান গনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সম্ভাব্য প্রার্থীদের সকল প্রচার সামগ্রী ১৪ নভেম্বরের মধ্যে নিজ নিজ খরচে অপসারন করতে হবে।
পোষ্টার, ব্যানার, ফেস্টুনসহ সকল প্রচার সামগ্রী অপসারনে সকলকে উৎসাহীত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার সকাল থেকে পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এ কাজ শুরু হয়।