ঝিনাইদহ-১ আসনে আ:লীগের ২৬ জন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৮১ ঝিনাইদহ-১ শৈলকুপা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আশায় ২৬ প্রার্থী ফরম জমা দিয়েছেন। আজ (১২ নভেম্বর) দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে মোট ২৬টি ফরম দলীয় কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়েছে বলে জানা গেছে। প্রথম দিকে দু’একটি ফরম জমা পড়লেও শেষ দিনে ফরম জমা দিতে প্রার্থীদের ভিড় বাধে দলীয় কার্যালয়ে। যদিও এ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন ২৬ জনের অধিক প্রার্থী।
সর্বশেষ ২৬জন প্রার্থী একই আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দেওয়ায় এ নিয়ে কেন্দ্রিয় আওয়ামীলীগসহ শৈলকুপায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
যে ২৬ প্রার্থী শৈলকুপা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে কেন্দ্রিয় কার্যালয়ে ফরম জমা দিয়েছেন, তারা হলেন,
জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি আব্দুল হাই,
ঢাকা মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শৈলকুপার অন্যতম মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অ্যাড, কাজী আজাদুল কবির (কাজী আজাদ),
সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার,
কৃষলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলাল,
আসাফো’র সভাপতি সাইদুর রহমান সজল,
সাবেক কুটনৈতিক ওয়ালিউর রহমান হিটু,
সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রিয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবেদ আলী,
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন,
জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোক্তার আহমেদ মৃধা,
জেলা আওয়ামী লীগের সদস্য তৈয়ব আলী জোয়ার্দ্দার,
শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম,
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন,
শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু,
উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা,
বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,
ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস,
কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন,
ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল,
ঝিনাইদহ সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম,
বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা তোবারেক আলী,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুন্নাহার লিপি,
ফেরদৌসি খাতুন,
ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম,
এ্যাড. লিটন হোসেন ও
এ্যাড. মাসুদ রুমি।