শৈলকুপা
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ঝিনাইদহ শৈলকুপায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ।
রবিবার(১১ নভেম্বর) সন্ধায় উপজেলার ছোট মৌকুড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী পৌর এলাকার মালিপাড়া গ্রামের মৃত রবজেল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম(৪০)।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আয়বুর রহমান জানান, ৩০৭ ধারায় জিআর(হত্যা চেষ্টা) মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাজাপ্রাপ্ত আসামী রফিকুল ছোট মৌকুড়ী গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।