ঝিনাইদহে বিপূল পরিমাণ নকল বিড়ি উদ্ধার
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান আনোয়ার বিড়ির নকল ব্যান্ডরোল ও ব্যবহৃত ব্যান্ডরোল জব্দ করেছে কাস্টমস্। সোমবার দুপুরে গুড়দাহ বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে এসব নকল ব্যান্ডরোল ও ব্যবহৃত ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এসময় কাস্টমস্ কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জাল ব্যান্ডরোল কারীরা পালিয়ে যায়।
ঝিনাইদহ কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তা আব্দুল হাই হাওলাদার, গৌরাঙ্গ চন্দ্র চৌধুরী ও এসএম মিজানুর রহমান নেতেৃত্বে একটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ বাজারের আলফাজ হোসেনের দোকানে অভিযান চালায়। তাদের সাথে উপস্থিত ছিলেন ভরসা গ্রুপ কোম্পানীর ঝিনাইদহ আরএসএম আব্দুল্লাহ নয়ন,চুয়াডাঙ্গা আরএসএম মোঃ জামিল মিয়া।
এসময় সেখান থেকে বিপূল পরিমান বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। কিছু অসাধু বিড়ি ব্যবসায়ী তাদের উৎপাদিত বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে আসছে। এতে করে সরকার বিপুল পরিমানে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এই অসাধু বিড়ি ব্যবসায়ীদের ঝিনাইদহ কাস্টমস্ বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।