টপ লিডনির্বাচন ও রাজনীতি

ঝিনাইদহের চারটি আসন থেকে ৩৯ জন মনোনয়ন জমা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসন থেকে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, জাতীয়পার্টি, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদ, ইসলামী শাসনতন্ত্র দলসহ বিভিণœ রাজনৈতিক দলের প্রার্থীরা জেলা রির্টানিং কর্মকতা ও উপজেলা সহকারী রির্টানিং কর্মকতার কাছে মনোনয়ন জমা দিয়েছেন।

আজ বুধবার সকাল ১১টা থেকে বিকাল পাচটা পর্যন্ত ৩৯ জন দলীয় প্রার্থীরা মনোনয়ণ পত্র জমা দেন।

ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আব্দুল হাই প্রথমে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করে। এর কিছুক্ষন পরেই বিএনপি’র দলীয় প্রার্থী কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড, আসাদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করে। এদিকে এ আসন থেকে বিএনপির মনোনিত আরো দুই প্রার্থী সাবেক এমপি আব্দুল ওহাব ও জয়ন্ত কুমার কুন্ডু বাসদের আসাদুজ্জামান, স্বতন্ত্র আবু বক্কর ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়হান উদ্দিনম জাসদের দবির উদ্দিন জোয়ারদার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে ঝিনাইদহ-সদরের একাংশ-হরিনাকুন্ডু-২ আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী তাহজিব আলম সমি সিদ্দীকি, বিএনপির সাবেক সংসদ মসিউর রহমান ও তার ছেলে ইব্রাহিম রহমান রুমি, বিএনপি নেতা এম,এ মজিদ, ও এস,এম মসিউর রহমান, ইসলামী আন্দোলনের ফকরুল ইসলাম।

ঝিনাইদহ-৩ কোটচাদপুর-মহেশপুর আসন থেকে আওয়ামীলীগের সফিকুল আজম খান চঞ্চল, বিএনপির মনির খান, মেহেদি হাসান রনি, আমিরুজ্জামান শিমুল, জামাতের অধ্যাপক মতিয়ার রহমান, জাতীয়পার্টির কামরুজ্জামান স্বাধীন, বিএনএফের ইসমাইল হোসেন ও ইসলামী আন্দোলনের মাওলানা সরোয়ার হোসেন।

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামীলীগ থেকে আনোয়ারুল আজিম আনার, বিদ্রোহী আব্দুল মান্নান, বিএনপির সাইফুল ইসলাম ফিরোজ, শহীদুজ্জামান বেল্টু, ইসলামী আন্দোলনের মনতাজুর রহমান, ওয়ার্কাস পার্টির মোস্তফা আলমগীর রতন, জাকের পার্টির ইসাহাক ও সিপিবির রিনি ভুষন রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button