শৈলকুপা
ঝিনাইদহে দেশীয় অস্ত্র উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার যুগীপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকদের বাড়ি আশপাশের এলাকায় বলে জানা গেলেও তাদের পরিচয় এখনও জানা যায়নি।
শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জেলার শৈলকুপা উপজেলার যুগীপাড়া এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র জড়ো করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
এ সময় ওই এলাকা থেকে ৫ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। কী কারণে অস্ত্রগুলো এখানে জড়ো করা হয়েছিল সেটি তদন্ত করে দেখা হচ্ছে।