শাহীন চাকলাদা’র মনোনয়ন বাতিল
যশোর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ তিনজনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। রোববার সকালে জেলা রিটার্নিং অফিসার আবদুল আওয়াল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আদেশ দেন।
মনোনয়ন বাতিল হওয়া অপর দুই প্রার্থী হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মফিজুল আলম ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রশান্ত বিশ্বাস।
এদিকে, আওয়ামী লীগের মনোনয়নের আশায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার মনোনয়নপত্র জমা দেন।
তবে তার উপজেলা চেয়ারম্যান পদের পদত্যাগপত্র গৃহীত হয়নি। এজন্য আগেই শাহীন চাকলাদার ঘোষণা দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল বলেন, ‘যেহেতু তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, কিন্তু এর সপক্ষে কোনও কাগজপত্র জমা দেননি। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের ১ শতাংশের স্বাক্ষরও জমা দেননি, সে কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।’