হরিনাকুন্ডু
ঝিনাইদহে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার
ঝিনাইদহের হরিণাকু-ু থানা পুলিশ হরিণাকু-ুর চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার আসীকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারকৃত আসামী কোর্টে ম্যাজিষ্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবান বন্দিতে হত্যার সাথে জড়িত মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আব্দুল কাদের বলরামপুর গ্রামের আবু সালেহ্ এর পুত্র। থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তার এস.আই জগদীস চন্দ্র বসু বলরামপুর নিজ বাড়ী থেকে আব্দুল কাদের কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাদেরের পিতা ১৬৪ ধারায় স্বাক্ষীতে তার ছেলে এই হত্যার সাথে জড়িত সহ অনেকের নাম প্রকাশ করেছে।
উল্লেখ্য গত ২৫ নভেম্বর ভোর রাতে উপজেলার ফলসী গ্রামের কালিতলা নামক মাঠে তোতা মিয়ার ধানের জমিতে নারায়ণকান্দী গ্রামের আজিজুর রহমান মনার পুত্র বুলবুল আহাম্মেদ মিলন কে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।