ঝিনাইদহে জয়িতা নারীদের সম্মাননা প্রদান
সুমন মালাকার—
ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনের মধ্যে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বাঙ্গালী নারী জাগরণের অগ্রদূত তথা নারী আন্দোলনের পুরোধা মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস ও ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ ২০১৮ ।
দিবসটি উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার সকাল ৯ টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, উপজেলা আ.লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, শিক্ষনুরাগী আব্দুল মজিদ খাঁন, কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী।
অনুষ্ঠানে ‘‘নারীর কথা শুনবে বিশ্ব- কমলা রঙে নতুন দৃশ্য’’ জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরীতে কোটচাঁদপুর উপজেলার শ্রেষ্ঠ ৫ জয়িতা বাংলার নারী সম্মাননায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রাখায় আকিকুননেছা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছাঃ রোকেয়া খাতুন, সফল জননী নারী মোছাঃ মোককারা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নুর জাহান ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা সংগ্রামী দুলি বেগমকে ক্রেষ্ট প্রদান করা হয়।