নির্বাচন ও রাজনীতিশৈলকুপা
ঝিনাইদহের শৈলকুপায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-৩, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া
আব্দুর রহমান মিল্টন—-
ঝিনাইদহ-১ শৈলকুপা নির্বাচনী এলাকায় স্থানীয় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলা, অফিস ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ইউনিয়ন যুবলীগ কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় শহিদুল ইসলাম, রাজন সহ কমপক্ষে ৩জন আহত হয়েছে। এদের মধ্যে শহিদুল ইসলাম নামে এক কর্মীর অবস্থা গুরুত্বর । তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আজ সোমবার সন্ধা ৭টার দিকে দুধষর ইউনিয়নের ভাটই বাজারে এ সংঘর্ষ হয় । পরে এটি ছড়িয়ে ভাটই, নাকোইল সহ কয়েকটি গ্রামে । নাকোইল গ্রামের কড়াইতলা নামক স্থানে রাতে আওয়ামীলীগের বিবাদমান দুগ্রুপ ঢাল-সড়কি সহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া দিতে থাকলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
স্থানীয়রা জানিয়েছে, বিএনপি কর্মীদের দলে ভেড়ানো নিয়ে দুধষর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক টিএ রাজু ও দুধষর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক উজ্জল হোসেনের কর্মীরা একে অপর কে দোষারপের জের ধরে এ হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাটই পুলিশ ক্যাম্পের আইসি রেজাউল ইসলাম জানিয়েছেন, স্থানীয় আওয়ামীলীগের মধ্যে বিরোধ হয়েছিল তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।