মাঠে-ময়দানে

মাশরাফির জোড়া রেকর্ড

আজ শুক্রবার (১৪ই ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচে দারুণ দুটি রেকর্ড স্পর্শ করেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দেশের হয়ে আজ ২০০তম ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন মাশরাফি। মাশরাফির সর্বমোট ওয়ানডে ম্যাচ ২০২ টি হলেও দেশের জার্সিতে আজকের ম্যাচ মাশরাফির ২০০তম ওয়ানডে ম্যাচ। বাকি দুইটি ম্যাচ তিনি খেলেছেন এশিয়া একাদশের হয়ে।

সেই সঙ্গে অধিনায়ক হিসেবে দারুণ এক রেকর্ড গড়েছেন মাশরাফি। আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশকে ৭০টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিতে মাঠে নামলেন তিনি, বাংলাদেশি কোনো অধিনায়কের যেটি সর্বোচ্চ।

৬৯টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের আরেক সফলতম অধিনায়ক হাবিবুল বাশার। এ তালিকায় তৃতীয় স্থানে থাকা সাকিব আল হাসান বাংলাদেশকে ৫০টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button