ঝিনাইদহে ভয়াবহ অগ্নিকান্ড

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টায় উপজেলার ওয়াপদায় মৃত নজরুল ইসলাম ঝন্টু ও জাহিদুল ইসলাম জাহিদ এর ভাড়া থাকা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) আক্কাস আলী জানান, বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যতিক শর্টসার্কিটের আগুন থেকে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের আগুন লাগলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ আগুনে নগদে ১ লাখ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, জমির দলিলসহ দুটি পরিবারের টিনশেড ঘর পুড়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এদিকে এ অগ্নিকান্ডের ঘটনায় শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।