মাঠে-ময়দানে
কোন বাংলাদেশি তারকাকে কিনতে যাচ্ছে কলকাতা?

ঝিনাইদহের চোখ ডেস্কঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সাথে বাংলাদেশের ভক্তদের সম্পর্কটা ভালই। এই দলে খেলেছেন সাকিব আল হাসান। খেলেছেন মাশরাফি। তবে গত আসরে সাকিবকে ছেড়ে দিলেও এবার আবারও সম্ভাবনা দেখা দিয়েছে কোন এক বাংলাদেশি তারকাকে কেনার। কিন্তু কে হবে সেই বাংলাদেশি তারকা?
এবারের আইপিএল নিলামে দুজন বাংলাদেশি তারকার নাম থাকছেন। তারা হলেন রিয়াদ ও মুশফিক। তাহলে কি তাদের মধ্য থেকেই কাউকে কিনতে যাচ্ছে কলকাতা?
কলকাতা নাইট রাইডার্স তাদের পেজে একটি ছবি পোষ্ট করেছে। বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্য করে ঐ পোস্টে সম্ভাব্য ক্রিকেটারের নাম অনুমান করতে বলা হয়।
পোস্টের বেশিরভাগ মন্তব্যই হয়েছে রিয়াদ ও মুশফিককে নিয়ে। তবে কেউ কেউ আবার এর বাইরে গিয়ে তামিম, সৌম্যদের নামও বলেছেন। এবার দেখার পালা কলকাতা নাইট রাইডার্স কাকে কিনেন।