ঝিনাইদহে বিএনপি নেতা-কর্মীদের আ.লীগে যোগদান

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি নেতা-কর্মীরা আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ফুলহরি ইউনিয়নের ভগবাননগর আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক এ যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি। ফুলহরি ইউনিয়নের কয়েকটি গ্রামের নবযোগদানকৃত অর্ধ শতাধিক নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি এমপি আব্দুল হাই। সেই সাথে দেশের চলমান উন্নয়ন চিত্র তুলে ধরে সকলের কাছে আবারো নৌকা মার্কা প্রতিকে ভোট প্রার্থণা করেন। পরে উপস্থিতি সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।