নির্বাচন ও রাজনীতি

ইসি ভবন উড়িয়ে দেয়ার হুমকি

ঝিনাইদহের চোখঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে এমন হুমকি দেওয়া হচ্ছে।

নাম, ঠিকানাবিহীন ক্ষুদে বার্তায় বলা হয়েছে- আল্লাহু আকবার। এই কুফরী নির্বাচন বন্ধ কর অথবা মুজাহীদদের হাতে ভয়ংকর পরিনতির জন্য প্রস্তুত থাক। যেকোন সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ @মুজাহীদিন।

০১৮৮০-৯০৮৭৩০ নম্বর থেকে এ হুমকি পাঠানো হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনেই নির্বাচন কমিশন ও কমিশন সচিবালয়।

ইসি কর্মকর্তারা জানান, হুমকিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফলে আইন-শৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিতের জন্য সকল বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।

নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি এবারই প্রথম। বিগত দশম সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button