হরিনাকুন্ডু
ঝিনাইদহে আগুনে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগুনে এক কৃষকের বসতবাড়ি, রান্নাঘর ও বিচালী পালা পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে আনার মন্ডলের বাড়িতে।
খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কৃষক আনার মন্ডলের লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে কৃষক আনার মন্ডল জানান।
হরিণাকুন্ডু ফায়ার সার্ভিস স্টেশনের এসও এসএম তবিবুর রহমান জানান, রান্নাঘরের চুলা থেকে এই অগ্নিপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ কৃষকের বসতবাড়ি, রান্নাঘর ও বিচালী পালা সহ ঘরের আসবাবপত্রের ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।