টপ লিডনির্বাচন ও রাজনীতিশৈলকুপা

প্রধানমন্ত্রীর গুডবুকে ঝিনাইদহের পারভিন জামান কল্পনা

ঝিনাইদহের চোখঃ

নতুন মন্ত্রিসভার মতো সংরক্ষিত মহিলা আসনেও থাকছে চমক। প্রধান্য পাবে তারুণ্য। আসবে নতুন মুখ। বিতর্কিত ও বয়সের ভারে ন্যুব্জরা বাদ পড়বেন। সন্তানের আমলনামাও কাল হচ্ছে অনেকের। গত নির্বাচনসহ নানা সময়ে সরকারপক্ষে সরব অনেক তারকাও ঠাঁই পাচ্ছেন এতে।

গত তিন দিন ধরে সংরক্ষিত মহিলা আসনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

নির্বাচনের পর থেকেই সংরক্ষিত আসনে মনোনয়নের জন্য নানা যায়গায় ধর্ণা দিচ্ছেন নারীনেত্রীরা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন, আওয়ামী লীগের ধানমন্ডি ও গুলিস্তানের অফিস, বিভিন্ন নেতাদের অফিস ও বাসায় নারীদের ভিড় চোখে পড়ার মতো। সবার একই কথা, ‘ভাই একটু খেয়াল রাইখেন।’ মনোনয়ন সংগ্রহের এই দৌড়ে আওয়ামী লীগের বিভিন্ন পদের নারীনেত্রী, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নারী নেত্রীসহ তারকাও বাদ যাননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুডবুকে আছেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া ‍সুলতানা, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, পারভিন জামান কল্পনা ও মেরিনা জাহান। মহিলা আওয়ামী লীগের সভাপতি সফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিলও আছেন তালিকায়। এ ছাড়া যুবলীগ ও সাবেক ছাত্রলীগের এক ঝাঁক নারী নেত্রী মনোনয়ন দৌড়ে আছেন।

সাবেক সংসদ সদস্যদের মধ্যে বরিশালের জেবুন্নেছা হিরণ, নারায়ণঞ্জের সারাহ বেগম কবরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকার শ্যামপুরের সানজিদা খানম, শাহিদা তারেখ দীপ্তি, ফজিলাতুন নেসা বাপ্পি, মাহজাবিন খালেদ, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মাহজাবীন মোরশেদ, সাবিনা আক্তার তুহিন, নূরজাহান বেগম, উম্মে রাজিয়া কাজল, নূর-ই-হাসনা লিলি চৌধুরীসহ অনেকে থাকছেন এই সংসদেও।

শহীদ সন্তান হিসেবে বুদ্ধিজীবী আবদুল আলিম চৌধুরী মেয়ে নুজহাত চৌধুরী, শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার, শহীদ স ম আলাউদ্দিনের মেয়ে লায়লা পারভীন সেজুতি (তিনি সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব), আততায়ীর গুলিতে নিহত শরীয়তপুর-২ আসনের প্রথম সংসদ সদস্য এ এফ এম নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তাসহ আরও কয়েকজন আছেন তালিকায়।

এ ছাড়া নতুনদের মধ্যে ইতিমধ্যে বেশ আলোচনায় এসেছেন- বিএনপি-জামায়াতের পৈশাচিকতার শিকার পূর্নিমা শীল, হালের সেরা অভিনেত্রী মৌসুমী, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, তারিন, সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন সুলতানা লিলিসহ ডজনখানেক নতুন মুখ।

হিজড়াদের নেতা ময়ূরীও আছেন তালিকার শীর্ষে। তৃতীয় লিঙ্গের নেতাদের ভাষ্য, প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার জাতীয় সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে। আর সেই অধিকার আদায়ের জন্য আমরা সংসদে যেতে চাচ্ছি।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজপ‌থের আন্দোলন-সংগ্রা‌মে যারা অগ্রণী ভূ‌মিকা পালন ক‌রে‌ছেন, দ‌লের জন্য যারা ত্যাগ স্বীকার ক‌রে‌ছেন ম‌নোনয়‌নে তারা অগ্রা‌ধিকার পা‌বেন।

এক প্রশ্নের জবা‌বে কা‌দের ব‌লেন, রাজপ‌থে আন্দোলন-সংগ্রাম ছাড়াও সাংস্কৃ‌তিক অঙ্গ‌নের ব্যক্তিরাও নির্বাচন‌কে সাম‌নে রে‌খে কাজ ক‌রে‌ছেন। তারা সারা‌দে‌শে ভা‌লো ভূমিকা রে‌খে‌ছেন। সেজন্য তা‌দেরও মূল্যায়ন কর‌তে হ‌বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button