মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরের পৌর সভার সামনের বাইপাস সড়কে নদীর ধারে শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। প্রতিদিন সকালে শহরের এবং গৃহস্তলির এ আবর্জনায় স্তুপে চরম দূর্গন্ধ ছড়াচ্ছে।
গড়ে তোলা হয়েছে ময়লার ভাগাড়। ফলে পাশেই বসবাসরি মহল্লার লোকজনদের পোহাতে হচ্ছে চরম দূর্গন্ধ। একই সাথে বাড়ছে স্বাস্থ্য ঝুকি।
যেখানে বসে নদীর সৌন্দর্য দেখার জন্য তৈরি করা হয়েছিল চেয়ার সেখানে আজ ময়লা আবর্জনায় সৌন্দর্য নষ্ট করে চলেছে।
অপরদিকে পথচারিদের নাকে হাত চেপে স্থানটি পারাপার হতে হচ্ছে। বিষয়টি দিকে কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষন করেছেন ভুক্তভোগিরা।