ঝিনাইদহের কৃতি সন্তান মাহবুব-উল-আলম
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, কবি ও শিক্ষানুরাগী, রংপুর ক্যাডেট কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রিয়জন কবি মাহবুব-উল-আলম।
শৈলকুপার শ্রীরামপুর গ্রামে ১৯৪৯ সালের ৪ ফেব্রুয়ারী তিনি জন্মগ্রহণ করেন। স্থায়ী নিবাস গাড়াগঞ্জ, শৈলকুপা, ঝিনাইদহ।
শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। শিক্ষকতাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেছিলেন।
কবিতাচর্চা তাঁর শখ। Hidden Breath, A Magical Living on Sharp Sword, ঘাসফুলে কলভাষ, Living A Lily-Livered Living তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ। তিনি দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে শিক্ষকতা করেছেন। সর্বশেষ রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন।
বর্তমানে ঢাকায় বসবাস করছেন। শৈলকুপায় ড. ওয়ালিজ্জামান ফাউণ্ডেশনের তিনি সহসভাপতি। প্রতি বছর ১৫ মার্চ তাঁর আমন্ত্রণে শৈলকুপায় ওয়ালিউজ্জামান ফাউণ্ডেশনের আয়োজনে ড. ওয়ালিউজ্জামান এর স্মরণসভা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান হয়ে থাকে।
আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনি শতায়ু হোন এ প্রত্যাশা আমাদের।