ক্যাম্পাস
ঝিনাইদহে ১৪ দাখিল পরীক্ষার্থী ও ৪ শিক্ষক বহিষ্কার

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ শহরের সিদ্দিকিয়া আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৪ মাদ্রাসা শিক্ষার্থী এবং দায়িত্বে অবহেলায় ৪ মাদ্রসা শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অব্যাহতি শিক্ষকরা হল- সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক রেজাউল ইসলাম ও সামসুন্নাহার, বাড়িবাথান দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাসুদুর রহমান, কানুহরপুর দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আবু তালেব।
বৃহস্পতিবার (৭ ই ফেব্রুয়ারি) জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ সিন্ধান্ত দেন।
তিনি জানান, বিহস্কৃত শিক্ষার্থীগন বাকি পরীক্ষাগুলোতে অংশ গ্রহন এবং শিক্ষকরা পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।