ঝিনাইদহে ডিবি পুলিশ পরিচয়ে চাদাবাজি

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল পৌর এলাকার মজুমদার পাড়ার শুভ দাস (২২) ও তার পিতা সুশান্ত কুমার দাস।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গেলরাতে শৈলকুপা উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের জনৈক দুই ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে এনে উপজেলা শহরের করিপুরমোড়ের জনৈক দুর্জয়, রাতাহবিন কাজল ও রানাউজ্জামান বাদশার মালিকানাধীন মা ও শিশু হাসপাতাল, ভবনটি মালিক মোল্লা ইন্টারপ্রাজ নিয়ে যায়। পরে তাদের কাছ থেকে টাকা-পয়সা লুটে নিয়ে ছেড়ে দেয়।
এসময় ভুক্তভোগীরা থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ অভিযান শুরু করে। পরে আজ সোমবার (১১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা শহর থেকে শুভ দাস ও সুশান্ত দাসকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, ঘটনার সাথে আরো কেউ জড়িত কি না, সে ব্যাপারে পুলিশ তদন্ত করছে। তদন্তে কারো জড়িত থাকার প্রমাণ পেলে তাদেরও আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।